আমরা অবশ্যই নির্বাচন করবো, ইভিএমে হলেও: রওশন এরশাদ
ব্যাংককে চিকিৎসাধীন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা অবশ্যই নির্বাচন করবো। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হলেও নির্বাচন করবো। সারা বিশ্বে ইভিএমে নির্বাচন চলছে।
আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর পল্টনের একটি হোটেলে জাতীয় পার্টির (রওশনপন্থি) এক সংবাদ সম্মেলনে দেওয়া ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাস করে এবং অংশ নেয় উল্লেখ করে রওশন এরশাদ বলেন, সারা বিশ্বে এখন ইভিএমে নির্বাচন হচ্ছে। কাজেই আমাদের দেশে এটা হবে এটা তো নতুন কথা নয়। যখন আমরা ফাইভ-জি ব্যবহার করছি, সেখানে ইভিএম ব্যবহার করতে সমস্যা কী। এখানে যারা নির্বাচনে জয় পায় তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আর যারা হেরে যায় তারা বলে কারচুপি হয়েছে। সুতরাং আমরা ইভিএমে নির্বাচন করবো।