বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে রাখতে হবে: হানিফ
বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে রাখতে হবে জানিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জনপ্রিয়তা থাকলে হুমকি-ধমকি পরিহার করে বিএনপিকে নির্বাচনে আসার প্রস্তুতি নিতে।
তিনি বলেন, নির্বাচনে প্রমাণ হবে তার জনপ্রিয়তা কতটুকু।
আর হুমকি, ধামকি, অপতৎপরতা মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখবো।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে রাখতে হবে। নয়তো বাংলাদেশের রাজনীতিতে শান্তির পরিবেশ বজায় রাখা দুরূহ হয়ে পড়বে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া দল। প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছি। জাতির জনকের কন্যার নেতৃত্বে আমরা সবাইকে নিয়ে উন্নত বাংলাদেশ গড়তে চাই।