আমাদের এ জীবন ভোগের জন্য নয়, ত্যাগের জন্য: জামায়াত
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের এ জীবন ভোগের জন্য নয়, ত্যাগের জন্য। ইসলাম কোনো ভীরু-কাপুরুষের জন্য নয়। ইসলাম হলো হযরত খাব্বাব রা:-এর মতো বীর মুজাহিদদের জন্য। শত নির্যাতন সত্ত্বেও যারা সৎ সাহস নিয়ে দাঁড়াতে পারবে তারাই বিজয়ী হবে।
জামায়াতের আমির বলেন, ‘আমাদের এ জীবন ভোগের জন্য নয়, ত্যাগের জন্য। ইসলাম কোনো ভীরু-কাপুরুষের জন্য নয়। ইসলাম হলো হযরত খাব্বাব রা:-এর মতো বীর মুজাহিদদের জন্য। শত নির্যাতন সত্ত্বেও যারা সৎ সাহস নিয়ে দাঁড়াতে পারবে তারাই বিজয়ী হবে।’
বুধবার বাাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার উদ্যোগে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘রাসূলুল্লাহ সা:-এর আদর্শ বাস্তবায়নে আমাদেরকে সদা তৎপর থাকতে হবে। আমরা যদি জামায়াতবদ্ধভাবে দ্বীন কায়েম তথা দাঈ ইলাল্লাহর কাজ যথাযথভাবে আঞ্জাম দিতে পারি, তবে আমরা দুনিয়া ও আখিরাতে সফলতার আশা করতে পারি। আল্লাহর জমিনে আমরা দ্বীন কায়েম করতে পারলাম কিনা আল্লাহ পাক সেটা দেখবেন না। তিনি দেখবেন আমরা আন্তরিকতা ও খুলুসিয়াতের সাথে দ্বীনে হক কায়েমের চেষ্টা করেছি কিনা। তাই আমাদের সকলকে দ্বীন কায়েমের ব্যাপারে সক্রিয়ভাবে সচেষ্ট থাকতে হবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রকৃত পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।’