ইভিএম করে ডিজিটাল চুরির ব্যবস্থা নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন: গণতন্ত্র মঞ্চ

0

বর্তমান নির্বাচন কমিশন মূলত সরকারের ইচ্ছা বাস্তবায়নে ভূমিকা রাখছে বলে অভিযোগ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, ১৫০ আসনে ইভিএম করে ডিজিটাল চুরির ব্যবস্থা নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। এর ফলে আগামী নির্বাচনে নিশিরাতের ভোট ডাকাতির সঙ্গে যুক্ত হবে ইভিএমের ভোট ডাকাতির নতুন মাত্রা।

নেতৃবৃন্দ বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণের নাটক করে আর জনগণের পকেট কাটার আয়োজন করে যাচ্ছে। সরকার জ্বালানি তেলে এত দিন লাভ করেছে। বিশ্ববাজারে দাম বৃদ্ধির ফলে যে বাড়তি খরচ হচ্ছে, তা মুনাফা এবং ভ্যাট-কর সমন্বয় করলেই দাম বাড়ানোর প্রয়োজন হতো না। এখন শোনা যাচ্ছে ভোটবিহীন সংসদের সংসদীয় কমিটির সদস্যরাও বিপিসিতে ৯ হাজার কোটি টাকার ঘাপলা আছে বলে বিস্মিত হচ্ছেন। সেটা আসলে ভাগ-বাটোয়ারার ঘাপলা। এই সরকার যে তার দুর্নীতি আর লুটপাটের বোঝা জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়ে জনগণের পকেট কাটতেই মূলত সদা তৎপর এই দাম বাড়ানোর মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো।

আগামী ২৭ আগস্ট গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ ও পদযাত্রা কর্মসূচি সামনে রেখে গতকাল বুধবার (২৪ আগস্ট) বিকেলে নীলক্ষেত-নিউমার্কেট থেকে লালবাগ পর্যন্ত গণসংযোগ, প্রচারপত্র বিলি শেষে পথসভায় এসব কথা বলেন মঞ্চের নেতারা।

বর্তমান নির্বাচন কমিশন মূলত সরকারের ইচ্ছা বাস্তবায়নে ভূমিকা রাখছে বলে অভিযোগ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, এর অংশ হিসাবে ১৫০ আসনে ইভিএম করে ডিজিটাল চুরির ব্যবস্থা নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। এর ফলে আগামী নির্বাচনে নিশিরাতের ভোট ডাকাতির সাথে যুক্ত হবে ইভিএমের ভোট ডাকাতির নতুন মাত্রা।

নেতৃবৃন্দ বলেন, জনগণ এই ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেবে না। জনগণ এবার ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেমেছে এবং এই ভোটাধিাকার প্রতিষ্ঠা করতে বিদ্যমান স্বৈরতান্ত্রিক শাসনতন্ত্র বদলে গণতান্ত্রিক শাসনতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে বিজয়ী করতে হবে। কোনো লোভ দেখিয়ে কিংবা ভয় দেখিয়ে এই সংগ্রাম থেকে জনগণকে পিছু হটানো যাবে না।

টালবাহানা না করে অবিলম্বে চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরির ঘোষণা দেওয়ার দাবি পুনরায় তুলে ধরে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, মালিকপক্ষ তাদের ১৪০ টাকা মজুরি দেওয়ার কথা বলছে। আর প্রধানমন্ত্রী ৫ টাকা যোগ করার কথা বলে শ্রমিকদের সাথে উপহাস করছেন। দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যখন আকাশচুম্বি, তখন এই তামাশা কেবল অমানুষেরাই করতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com