মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভির সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।
বুধবার (২৪ আগস্ট) সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির নেতারা এ শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাছিম, আহমদ হোসেন, আব্দুস সোবহান গোলাপ, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, মেহের আফরোজ চুমকি, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আবদুল আউয়াল শামীম প্রমুখ।