বঙ্গবন্ধুর প্রেমে পড়েছি যৌবনে পরে পল্লীবন্ধু এরশাদকে ভালোবেসেছি: কাদের সিদ্দিকী

0

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, যৌবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেমে পড়েছি। পরে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকেও ভালোবেসেছি। দেশ ও মানুষের প্রতি বঙ্গবন্ধু ও পল্লীবন্ধুর ভালোবাসা ছিল সবকিছুর ঊর্ধ্বে। বঙ্গবন্ধু ও পল্লীবন্ধুর ওপর সাধারণ মানুষের এখনও গভীর অনুরাগ আছে, এটি কাজে লাগিয়ে আমরা মানুষের সকল অধিকার নিশ্চিত করতে চাই।

আজ মঙ্গলবার( ২৩ আগস্ট) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে দলটির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এসব কথা বলেন কাদের সিদ্দিকী।

এদিন কৃষক শ্রমিক লীগের নেতারা জাতীয় পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন। এসময় কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাদের স্বাগত জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com