আ.লীগের মন্ত্রী এমপিদের কথায় তারাই প্রমাণ করে দিচ্ছে তারা ভারতের দালাল: শাহজাহান

0

আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের কথায় তারাই প্রমাণ করে দিচ্ছে তারা ভারতের দালাল এবং তারা তারা ভারত নির্ভর সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইসচেয়ারম্যান ও চট্রগ্রাম বিভাগীর বিএনপির দলনেতা নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার (২২ আগষ্ট) বিকেলে সুবর্ণচর উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)র আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান বলেন, সরকার জ্বালানি তেল, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়াচ্ছে তাতে দেশে দুর্ভীক্ষ দেখা দেবে। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করছে তারা। দ্রুত এসরকার পদত্যাগ না করলে দেশ শ্রীলঙ্কার মতো হবে বলেও হুমকি দেন তিনি। তিনি এসময় সুবর্ণচরের এ বিক্ষোভ মিছিলকে স্মরণকালের সেরা জনশ্রোত উল্লেখ করে বর্তমান সরকারকে জনগন বিমূখ ভারতমূখী সরকার বলেও আখ্যা দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com