বিএনপির প্রচার সম্পাদক এ্যানির বাড়িতে সন্ত্রাসী হামলা

0

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে এ্যানির ভাই ও ছেলেসহ চারজন আহত হয়েছেন। হামলাকারীরা বাসার জানালার গ্লাস, চেয়ার, টেবিল, এয়ারকন্ডিশন ভাঙচুর করে।

গতকাল সোমবার সন্ধ্যায় শহরের পুরাতন গো হাটা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারীর নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি।

আহতরা হলেন বিএনপি নেতা এ্যানির ছোট ভাই আরিফ চৌধুরী, ছেলে সাহরিয়ান চৌধুরী, কেয়ারটেকার শিবলু ও কাজের লোক মো. মানিক।

বিএনপি নেতারা জানান, ঘটনার সময় এ্যানির ভাই ও ছেলেসহ আহতরা বাড়িতে ছিলেন। এ্যানি খিলবাইছা এলাকায় সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আয়োজিত জনসমাবেশে ছিলেন। এ সময় প্রায় ৪০টি মোটরসাইকেলে এসে এই হামলা চালানো হয়।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু গণমাধ্যমকে বলেন, বাসা খালি পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ্যানি চৌধুরীর বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। বার বার তারা গুপ্ত হামলা চালাচ্ছে। বাসাবাড়িতে এখন আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com