রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে কোনো ‘গোপন বন্দিশালা’ থাকতে পারে না: রব

0

রক্তের বিনিময়ে অর্জিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে কোনো ‘গোপন বন্দিশালা’ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, অজ্ঞাত নির্দেশে রাষ্ট্রের কোনো নাগরিক আক্রান্ত বা গ্রেফতার হতে পারে না এবং কোনো নাগরিক নির্মমতা বা বীভৎসতার শিকার হতে পারে না।

রব বলেন, পরিকল্পিত গুম, হত্যা, নির্যাতন, অবৈধ আটক এবং গোপন বন্দিশালা শুধুমাত্র গুরুতর মানবাধিকার লঙ্ঘন নয় বরং এগুলো মানবতাবিরোধী অপরাধেরও সমতুল্য। তাই দ্রুত তদন্ত কমিশন গঠন করে কথিত ‘আয়নাঘর’ এর প্রকৃত অবস্থা জাতির সামনে উপস্থাপন করে জনগণকে ভয়-ভীতি মুক্ত করা সরকারের নৈতিক দায়িত্ব।

আজ সোমবার (২২ আগস্ট) শরীয়তপুর জেলা জেএসডি প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের নিরাপত্তার নামে সরকারের গোপন অভিলাষ চরিতার্থ করার লক্ষ্যে ভিন্নমত ও পথের মানুষকে তুলে নিয়ে গোপন কারাগারে অন্ধকারাচ্ছন্ন কক্ষে মাসের পর মাস বা বছরের পর বছর আটক রেখে ভয়াবহ নির্যাতন করা আইনগত বা নৈতিকভাবে গ্রহণীয় নয়। আইনের আশ্রয় লাভের অধিকার, গ্রেফতার ও আটক সম্পর্কে সংবিধানের ৩১, ৩২ ও ৩৩ অনুচ্ছেদ যে সুরক্ষা প্রদান করেছে তা লঙ্ঘন করার এখতিয়ার প্রজাতন্ত্রের কোনো প্রতিষ্ঠানের নেই। এই নিষ্ঠুর রাষ্ট্রব্যবস্থা উচ্ছেদ করা অনিবার্য হয়ে পড়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com