সরকার জনকল্যাণের চেয়ে দলীয় ব্যবসায়ী-সিন্ডিকেটের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে: ড. মোশাররফ
জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিবর্তে সরকারের বিকল্প পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলে মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ সোমবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘দুর্নীতি জ্বালানি সংকটের উৎস’ শীর্ষক সেমিনারে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন লিখিত বক্তব্যে এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘গভীর রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত অর্থনীতিকে সঙ্কটে ফেলেছে। সরকার জনকল্যাণের চেয়ে দলীয় ব্যবসায়ী-সিন্ডিকেটের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে।’
উল্লেখ্য, গত ৬ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম প্রতি লিটার ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সেমিনারের আরও ছিলেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খানসহ দলের কেন্দ্রীয় অন্যান্য নেতা।