গণতন্ত্রকে ধ্বংস করে আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে: ডা. শাহাদাত

0

গণতন্ত্রকে ধ্বংস করে আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন।

আজ শনিবার (২০ আগস্ট) বিকেলে কাজির দেউড়ি নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত ধারাবাহিক কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্ততি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রস্তুতি সভায় আগামী ২২ আগস্ট থেকে জ্বালালি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে দুই নেতাকে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর প্রতিটি থানা ও ওয়ার্ড়ে জনগণকে সম্পৃক্ত করে কেন্দ্র ঘোষিত সভা-সমাবেশ কর্মসূচি পালনের তারিখ ঘোষণা করা হয়।

এসময় শাহাদাত হোসেন বলেন, দুর্নীতি, লুটপাট করে দেশের মানুষের পেটে হাত দেওয়া হয়েছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। এখন বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কথা বলা হচ্ছে। কিন্তু আগে থেকে কেন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তেলের দাম এখন আবার কমতে শুরু করেছে। কিন্তু এখনো সরকার তেলের দাম কমাচ্ছে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com