ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানালো জবি ছাত্রদল
২২টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ। পরীক্ষা শেষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানিয়েছে জবি ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় শিক্ষার্থীদের ছাত্রদলের পতাকাতলে আসার আহ্বানও জানান তারা।
শনিবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাখারিবাজার সংলগ্ন গেটে এ শুভেচ্ছা জানান তারা
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম, সাধারণ সম্পাদক এ এম সুজন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক সামছুল আরেফিনসহ আরও নেতাকর্মী।