মিশেল ব্যাচেলেটের বক্তব্য বিএনপির কথারই প্রতিচ্ছবি: মির্জা ফখরুল

0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট ও তাঁর প্রতিনিধি দল মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা বিভিন্ন সময়ে বিএনপির প্রতিবেদনেরই প্রতিচ্ছবি। বিশেষ করে গুম, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা, বাক্‌স্বাধীনতা, সভা-সমাবেশ, রাজনৈতিক নিপীড়ন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ নারীর প্রতি সহিংসতা এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিষয়ে ব্যাচেলেট যেসব কথা বলেছেন, তা দীর্ঘদিন ধরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিরোধীমত, জাতীয়-আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন দেশ বলে আসছে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ব্যাচেলেট তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন যে, গুম সংক্রান্ত জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপকে এই বিষয়ে আমন্ত্রণ জানালে তা হবে এ সমস্যা সমাধানের জন্য সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ। এ ছাড়া তিনি এখন থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাছাইয়ে তাদের মানবাধিকার লঙ্ঘনে সম্পৃক্ততার বিষয়টি নিবিড়ভাবে পরীক্ষা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনের ওপরও জোর দিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com