বাম জোটের হরতালের লাভ যেন বিএনপি নিজের ঘরে না তুলতে পারে: তথ্যমন্ত্রী
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম জোটের ২৫ আগস্টের হরতালের লাভ যেন বিএনপি নিজের ঘরে না তুলতে পারে সে বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
বুধবার সচিবালয়ে শিল্পী নিসা কামালের বঙ্গবন্ধুর ওপর শতগানের সংকলন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা বলেন।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ ও নিত্যপণ্যের দাম কমানোসহ কয়েকটি দাবিতে ২৫ আগস্ট দেশব্যাপী অর্ধদিবস হরতাল ডেকেছে গণতান্ত্রিক বাম জোট।
হরতালের বিষয়ে প্রশ্ন করা হলে হাছান মাহমুদ বলেন, বাম ভাইয়েরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এজন্য আমি তাদের সম্মান করি। বাম ভাইয়েরা হরতাল ডেকেছেন, গণতান্ত্রিক নিয়ম মেনে যে কেউ প্রতিবাদ করতে পারেন। কিন্তু বাম ভাইদের আমি অনুরোধ করবো তাদের কর্মকাণ্ডে যেন স্বাধীনতা বিরোধী, জঙ্গিগোষ্ঠী এবং দেশবিরোধী অপশক্তি বিএনপিসহ অন্যরা লাভবান না হয়। তাদের হাতে যেন দেশটা চলে না যায় সেভাবেই তারা তাদের কর্মকাণ্ড করবেন।