দেশ দুর্নীতিগ্রস্ত লোকদের হাতে চলে গেছে, পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

0
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশ দুর্নীতিগ্রস্ত লোকদের হাতে চলে গেছে, পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। এই প্রবণতাকে প্রতিরোধ করতে হবে। তবে দুর্নীতিগ্রস্ত মানুষের হাতে চলে যাবে- এমন দেশ কখনও চাননি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সুযোগে অসাধু ব্যবসায়ীরা নানা পণ্যের দাম বাড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

মঙ্গলবার (১৬ আগস্ট) রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘ব্যবসা বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমলেও ডলারের দাম বাড়ায় এর সুবিধা পাওয়া যাচ্ছে না।
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com