রাজধানীর কামরাঙ্গীরচরে উচ্ছেদ আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
রাজধানীর কামরাঙ্গীরচরে উচ্ছেদ আতঙ্কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উন্নয়ন প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (২৪ মে) বিকেল কামরাঙ্গীরচরে হাসপাতাল মাঠে এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি।
সমাবেশে বক্তারা বলেন, ডিএসসিসির বিভিন্ন পদক্ষেপের কারণে কামরাঙ্গীরচরে প্রায় ২০ লাখ মানুষের মনে উচ্ছেদ আতঙ্ক বিরাজ করছে। কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল ও ৫০ তলাবিশিষ্ট আন্তর্জাতিক মানের একটি সম্মেলন কেন্দ্র এবং ১০৪ ফুটসহ তিনটি রাস্তা প্রকল্প বাস্তবায়ন হলে সব অধিবাসী নিশ্চিহ্ন হয়ে যাবে। পাশাপাশি এ এলাকায় রাজউক অনুমোদন বন্ধ হয়ে যাওয়ায় জনমনের সন্দেহ বাস্তবে প্রতিফলিত হতে যাচ্ছে বিধায় ১০৪ ফুটসহ তিনটি রাস্তা ও এ সিবিডি এবং ৫০তলা বিশিষ্ট আইসিসি ভবন বাস্তবায়ন না হয়। সে লক্ষ্যে এলাকাবাসী বেশকিছু দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। কামরাঙ্গীরচরবাসী এ প্রকল্প বাতিল চায়।