এখন যারা ক্ষমতায় আছে তারা চোর, ডাকাত ও লুটেরা: মান্না

0

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এখন যারা ক্ষমতায় আছে তারা চোর, ডাকাত ও লুটেরা। আমরা দেশকে, দেশের মানুষকে বাঁচানোর জন্য সরকার হটাতে চাই। শুধু সরকারের পদত্যাগই চাই না, আমরা চাই দেশের গঠনমূলক পরিবর্তন।’

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ‘সরকারের যেকোনো মন্ত্রী ভোটে দাঁড়াবে আর আমাদের গণতন্ত্র মঞ্চের একজনকে সিলেক্ট করব। তাহলে দেখা যাবে কী হয়। আমাদের নেতার সঙ্গে নির্বাচনে তারা জয়ী হতে পারবে না। আওয়ামী লীগ দেশের একটি প্রবীণ দল। কিন্তু দেশের জনগণ এখন তাদের ঘৃণা করে। তাই দেশের জনগণ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না।’

তিনি বলেন, ‘এ সংবিধান আমরা বদলে দিতে চাই। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, ন্যায় বিচার করতে চাই। ১৪ বছর ধরে সরকার মানুষের অধিকার খর্ব করেছে।

তিনি আরও বলেন, ‘সুইস ব্যাংকের কাছে পাচারকারীদের তথ্য চাইলে তারা তথ্য দেয়। কিন্তু সরকার এ তথ্য চায় না। কারণ এ পাচারকারীরা সরকারের সঙ্গে জড়িত। প্রতিবছর ৭০ হাজার কোটি টাকা সরাসরি পাচার হয়, আর গোপনে ২ লাখ কোটি টাকা পাচার হয়। সরকার এ পাচারকারীদের নিয়ে কথা বলে না। পিকে হালদার বলেছিলেন, তার সঙ্গে অনেক এমপি-মন্ত্রী ও রাঘববোয়াল জড়িত। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com