যুক্তরাষ্ট্রের সিনেটে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন শুনানি শুরু

0

মঙ্গলবার বিচারকার্য শুরু হলেও দিনটি পার হচ্ছে হাউজ ম্যানেজার আর ডিফেন্স দলের পারস্পরিক যুক্তিতর্কে। বুধবার ভোটের জন্য চাপ দিয়ে স্বাক্ষী উপস্থাপন করবেন ডেমোক্রেটরা।দেশটিতে তৃতীয় কোনো প্রেসিডেন্টকে অভিশংসনের ইস্যুতে সিনেটে বিচার শুরু হলো। এতে সভাপতিত্ব করছেন সুপ্রিম কোর্টের বিচারপতি জন রবার্টস। সিনেটররা আইন ভঙ্গ করেন কি না সেটি দেখবেন তিনি। যদিও প্রেসিডেন্টকে অভিশংসন করা হবে কি না সেই রায় দেবেন সিনেটররা। সিএনএন

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনের পূর্বে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে সংবিধানের বিরল ধারা প্রয়োগের এই উদ্যোগ নেওয়া হলো। সাবেক ভাইস প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বি জো বিডেনের বিরুদ্ধে ইউক্রেনে তদন্তের জন্য চাপ ও পরে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে ডেমোক্র্যাটরা এই অভিশংসন প্রস্তাব এনেছে। ডেমোক্র্যাট দলের নেতারা রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে আহ্বান জানিয়েছে।

মঙ্গলবারেই বিচারের নিয়ম-বিধি নিয়ে ভোটাভুটি হতে পারে। এর মধ্যে থাকতে পারে সিনেটের পক্ষ থেকে সাক্ষীদের সমন জারি করা হবে কিনা। সম্ভাব্য সাক্ষীদের মধ্যে ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও থাকতে পারেন।

বিচার প্রক্রিয়া শুরুর পূর্বে সিনেটে দেওয়া ভাষণে রিপাবলিকান দলনেতা মিচ ম্যাককনেল বলেন, বিচারের শুরুতে সাক্ষীদের সমনজারি ও নথির বিষয়ে ডেমোক্র্যাটদের যে কোনও সংশোধন প্রস্তাবের তিনি বিরোধিতা করবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com