একদলীয় শাসন প্রতিষ্ঠা করে সরকার টিকে থাকতে চায়: মির্জা ফখরুল

0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই। একদলীয় শাসন প্রতিষ্ঠা করে সরকার টিকে থাকতে চায়। দেশকে বিরোধী দলহীন করার জন্য সন্ত্রাসী বাহিনী ও সরকারি যন্ত্রকে লাগামহীনভাবে ব্যবহার করা হচ্ছে। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কর্তৃত্ববাদী একদলীয় শাসনের অবসান ঘটাতে হবে। তা না হলে দেশ থেকে দুর্দিন কখনও দূরীভূত হবে না।

গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, কয়েকদিন ধরে ফেনীর পরশুরাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে ও মারধর করে আসছে। গতকাল মঙ্গলবার পরশুরাম পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনির ওপর হামলা এবং তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, জনগণের কাছে জবাবদিহিতা নেই বলেই ক্ষমতাসীন গোষ্ঠী আধিপত্য বজায় রাখতে বিরোধী নেতাকর্মীদের রক্তে হাত রঞ্জিত করছে। বিরোধী নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘরে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে। তিনি অবিলম্বে পরশুরামে হামলাকারী ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com