ক্রিকেটাররা একই ভুল বারবার করে যাচ্ছে, ক্রিকেটাররা ভুল থেকে শিক্ষা নেয় না: ডমিঙ্গো

0

টানা ৯ বছর ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে দাপট দেখিয়েছে বাংলাদেশ। হারারেতে টানা দুই হারে ২০১৩ সালের পর জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এর আগে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারে টাইগাররা। বাংলাদেশের এমন পতনে হতাশ প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। মন খারাপ করে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকান এই কোচ জানালেন, ক্রিকেটাররা একই ভুল বারবার করে যাচ্ছে। তার ভুল থেকে শিক্ষা নিচ্ছে না।

প্রথম ওয়ানডে ম্যাচে ৩০৩ রানের পুঁজি নিয়েও জিততে পারেনি বাংলাদেশ। ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজা দুজনের সামনে অসহায়ত্ব প্রকাশ করেছে টাইগার বোলাররা। ফলাফল, জিম্বাবুয়ে ৫ উইকেটে ম্যাচ জিতে যায় ১০ বল বাকি রেখে।

দ্বিতীয় ম্যাচে ভালো শুরুর পরও ২৯০ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। বোলিংয়ের শুরুটা ভালো হলেও বাংলাদেশ হেরেছে রেজিস চাকাভা ও সিকান্দার রাজার অবিশ্বাস্য জুটিতে। এবারও সেঞ্চুরি করেন দুজন। জিম্বাবুয়ে আবার ৫ উইকেট ম্যাচ জিতে নিশ্চিত করে সিরিজ জয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com