মেক্সিকান ক্লাব পুমাসের জালে ৬ গোল দিয়ে বার্সার শিরোপা জয়

0

মেক্সিকান ক্লাব পুমাসের জালে আধডজন গোল পুরে দিয়ে জোয়ান গ্যাম্পার ট্রফি জিতেছে বার্সেলোনা। বার্সার জার্সিতে রবার্ট লেভান্ডভস্কির প্রথম গোল, পেদ্রির জোড়া গোলের সঙ্গে উসমান দেম্বেলে, পিয়ের-এমেরিক অবামেয়াং ও ফ্রেঙ্কি ডি ইয়ংদের একটি করে গোলে বড় জয়ে শিরোপা নিশ্চিত হয় দলটির।

অবশেষে বার্সেলোনার জার্সিতে গোল পেলেন দলটির নতুন স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি। প্রাক-মৌসুমে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেললেও তার পা থেকে গোল আসেনি। শেষতক বার্সার জার্সিতে গোলের ঠিকানা খুঁজে পেয়েছেন এই পোলিশ স্ট্রাইকার। জোয়ান গ্যাম্পার ট্রফিতে ন্যু ক্যাম্পে মেক্সিকান ক্লাব পুমাসের বিপক্ষে ম্যাচ শুরুর ৩ মিনিটের মধ্যেই কাতালান ক্লাবটির হয়ে নিজের প্রথম গোল পান লেভান্ডভস্কি।

তার গোলের পর ম্যাচের প্রথম কুড়ি মিনিটের মধ্যে আরও তিনবার পুমাসের জাল কাঁপায় স্বাগতিক বার্সেলোনা। ৫ এবং ১৯ মিনিটে মিডফিল্ডার পেদ্রি এবং দশম মিনিটে উসমান দেম্বেলে বল জালে জড়ালে তখনই ম্যাচ থেকে ছিটকে মেক্সিকান অতিথিরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com