দেশীয় সিগারেট কোম্পানিগুলোকে বাঁচিয়ে রাখতে অন্তর্বর্তী সরকারের কাছে তিন দফা দাবি

0

সিগারেট খাতে দেশীয় শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগ সুরক্ষা ও বাজারে সুষম বণ্টন ব্যবস্থা আনতে প্রতিযোগিতা আইন-২০১২ বাস্তবায়নসহ দেশীয় সিগারেট কোম্পানিগুলোকে বাঁচিয়ে রাখতে অন্তর্বর্তী সরকারের কাছে তিন দফা দাবি জানিয়েছে ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন (এনসিএমএ)।

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাওরান বাজারে একটি হোটেলে এনসিএসএ-এর সাধারণ সম্পাদক নাজমুন নাহার লাকি এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, অভ্যন্তরীণ রাজস্বের সিংহভাগ আসে মূসক খাত থেকে। আর এই খাতে আহরিত মোট রাজস্বের এক তৃতীয়াংশ আসছে দেশের সিগারেট খাত হতে। দেশীয় শিল্প উদ্যোক্তা হিসেবে সিগারেট খাতে প্রণোদনা ও স্বার্থ সংরক্ষণের নীতি সহায়তা চেয়ে আসলেও বিগত সরকারের একপেশে কর-নীতির কারণে আমরা বারংবার বৈষম্যের স্বীকার হয়ে আসছি।

চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বিভিন্ন খাত থেকে রাজস্ব আহরণ বৃদ্ধির জন্য ২০২৪-২৫ অর্থবছরের অন্তবর্তীকালীন অধ্যাদেশ জারির মাধ্যমে করনীতি ঘোষণঅ করা হয়েছে। বহুজাতিক কোম্পানিগুলোর প্ররোচনায় দেশীয় মালিকানাধীন কোম্পানীর উৎপাদিত নিম্ন স্তরের দেশীয় সিগারেটে বৈষম্যমূলক ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জানাচ্ছে ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন (এনসিএমএ)।

সংগঠনের তিন দফাগুলো হলো:

১. নিম্নস্তরে দেশীয় কোম্পানির জন্য ২০২৪-২০২৫ অর্থবছরে ঘোষিত মূল বাজেট অনুযায়ী ৬০ শতাংশ সম্পূরক শুল্ক বলবৎ রাখতে হবে। এবং অন্তর্বর্তীকালীন অধ্যাদেশ অনুযায়ী বহুজাতিক কোম্পানির জন্য ঘোষিত ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আহরণ কঠিনভাবে বাস্তবায়ন করতে হবে।

২. ২০১৮-১৯ অর্থবছরের বাজেট নীতি কৌশল অনুযায়ী বাজারের ভারসাম্য এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে নিম্ন স্ল্যাব শুধুমাত্র দেশীয় মালিকানাধীন কোম্পানির জন্য সংরক্ষিত রেখে কোম্পানিগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখার সুযোগ করে দিতে হবে।

৩. সিগারেট খাতে দেশীয় শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগ সুরক্ষা ও বাজারে সুষম বন্টন ব্যবস্থা আনার জন্য প্রতিযোগিতা আইন-২০১২ বাস্তবায়নের জন্য সরকারের পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com