নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলে খেলবে না আতলেতিকো-জুভেন্টাস
কয়েকদিন আগেই ইসরায়েলের মাটিতে ফরাসি সুপার কাপে মাঠে নেমেছিল পিএসজি ও নঁতে। ম্যাচটিতে জয় পেয়ে শিরোপা জিতে নেয় মেসি-নেইমাররা।
একই মাঠে সোমবার (৮ আগস্ট) খেলার কথা ছিল আতলেতিকো মাদ্রিদ ও জুভেন্টাসের। কিন্তু নিরাপত্তা শঙ্কায় ম্যাচটি বাতিল করা হয়েছে।
শনিবার (৬ আগস্ট) যৌথ বিবৃতিতে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিশ্চিত করে আতলেতিকো ও জুভেন্টাস দুই ক্লাবই।
এদিন গাজায় ইসরায়েল বিমান হামলা চালানোর জবাবে রকেট ছুঁড়েছে ফিলিস্তিন। এ নিয়ে উত্তপ্ত রয়েছে দুই দেশের সার্বিক পরিস্থিতি। যে কারণে তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় আতলেতিকো-জুভেন্টাস।