‘এক কোটি বাংলাদেশি মুসলিমকে ফেরত পাঠানো হবে’
এক কোটি বাংলাদেশি মুসলিমকে ফেরত পাঠানো হবে বলে হুমকি দিয়েছেন ভারতের হিন্দুত্ববাদী সরকারের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি দিলিপ ঘোষ।
পশ্চিমবঙ্গে এক কোটি অবৈধ মুসলিম রয়েছে বলে দাবি করেন এই বিজেপি নেতা। খবর এনডিটিভির
তিনি বলেন, পশ্চিমবঙ্গে বসবাসকারী এক কোটি অবৈধ মুসলিম সরকারের দুই রুপির ভর্তুকির চাল খেয়ে বেঁচে আছে। আমরা তাদের ফেরত পাঠাব।
গতকাল রোববার কলকাতার চব্বিশ পরগনার এক সমাবেশে যোগ দিয়ে এসব মন্তব্য করেন দিলিপ ঘোষ।
এসব মুসলিমরা বাংলাদেশ থেকে এসেছে জানিয়ে দিলিপ ঘোষ দাবি করেন, অবৈধ বাংলাদেশি মুসলিমরাই পশ্চিমবঙ্গে অগ্নিসংযোগ ও ভাঙচুরে জড়িত। তারা এনআরসি বিরোধী।
এর পর তিনি ভাষণে বলেন, সিএএ’র বিরোধিতাকারীরা ভারত ও বাঙালি বিরোধী। তারা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার বিরোধিতা করছে।
সিএএ বিরোধিতাকারীদের কঠোর সমালোচনা করে দিলিপ ঘোষ বলেন, ভারতে অনুপ্রবেশকারীদের জন্য এসব বিরোধীদের মন কাঁদে।
প্রসঙ্গত গত বছরের ডিসেম্বরে ভারতে নাগরিকত্ব আইন সংশোধনী পাসের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। আইনটিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি বাতিলের দাবিতে রাস্তায় নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আন্দোলন থামাতে জনতার ওপর চড়াও হয় সরকারের পেটোয়া বাহিনী। এতে বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে বহু হতাহতের ঘটনা ঘটে।
এছাড়া নাগরিকত্ব সংশোধনী আইনটির বিরোধিতায় বক্তব্য দিয়ে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।