নবাগত ছাত্রীদের বরণ করে নিচ্ছেন ছাত্রদলের নেত্রীরা

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে নবাগত ছাত্রীদের বরণ করে নিচ্ছেন ছাত্রদলের নেত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা শুরু পর থেকেই তাদের বরণ চলছে।

সোমবার (৩০ জুন) ছাত্রদলের নেত্রী তাওহিদা সুলতানা, তাসনিয়া জান্নাত চৌধুরী ও জাকিয়া সুলতানা ছাত্রীদের স্বাগত জানিয়ে ফুল, কলম ও শিক্ষাসামগ্রী দিয়ে বরণ করে নেন।

এ ছাড়া উপস্থিত নেত্রীরা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন পরিচালনা করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সকালে দেখা যায়, বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল শিক্ষার্থীদের বরণ করে নেন ছাত্রদলের নেত্রী জান্নাতুল ফেরদৌস পুতুল।

এ বিষয়ে পুতুল বলেন, নবীন শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দিতে ও ছাত্রদলের বিভিন্ন ইতিবাচক সম্পর্কে জানাতে আমরা আয়োজন করেছি। আমরা সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া মেঘলা এবং শ্রাবণী আক্তার। এ ছাড়া শামসুন্নাহার হলেও নারী শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.