বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু করবে: নার্গিস বেগম

0

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে এদেশে নারীরা সবথেকে বেশি নিরাপত্তাহীনতার মধ্যে ছিল। আর আজকেও যদি নারীরা নির্যাতনের শিকার হয় তাহলে বিএনপির নেতাকর্মীরা মেনে নেবে না।

সেমাবার (৩০ জুন) বিকেলে যশোর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে জাতীয়তাবাদী মহিলাদল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, এদেশের নারীদেরকে আত্মকর্মসংস্থানসহ সার্বিক উন্নয়নে সত্যিকারভাবে কাজ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে নারীদের শিক্ষা, স্বাস্থ্যসহ জীবনমান উন্নয়নে নানামুখি কার্যক্রম পরিচালিত হয়েছে।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্টের পতনের পর দেশে আবারও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। তৈরি হয়েছে নারীদের উন্নয়ন, অগ্রগতি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনার সুযোগ। যা একমাত্র সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই পূরণ করা সম্ভব।

নার্গিস বেগম আরও বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু করবে। এই কার্ডের মাধ্যমে নারীরা পরিবারের খরচ নির্বাহে আর্থিক সহায়তা লাভ করবেন। সে কারণে আসন্ন নির্বাচন উপলক্ষে প্রতিটি এলাকায় নারীদেরকে বিএনপির পতাকাতলে সুসংগঠিত হওয়ার আহ্বান জানান অধ্যাপক নার্গিস বেগম।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.