পরমাণু সমঝোতা রক্ষার প্রতিশ্রুতি নাকি ফাঁপা বুলি আওড়ালেন ম্যাক্রো ও জনসন

0

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করার প্রতিশ্রুতি পুনব্যক্ত করেছেন।তিন ইউরোপীয় দেশ ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তা চেপে গিয়ে তারা এ প্রতিশ্রুতি দিলেন।

ম্যাক্রো ও জনসন রোববার জার্মানির রাজধানী বার্লিনে এক বৈঠকের পর বলেন, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য পরমাণু সমঝোতার একটি দীর্ঘমেয়াদি বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করা প্রয়োজন। তারা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্ব আরোপ করেন।

এমন সময় ফরাসি প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী পরমাণু সমঝোতা রক্ষা করার আহ্বান জানালেন যখন ওই দু’দেশের পাশাপাশি জার্মানি মিলে পরমাণু সমঝোতার মতবিরোধ নিরসনের মেকানিজম ‘মশে’ চালু করে দিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গত শুক্রবার তেহরানের জুমার নামাজের খুতবায় বলেছেন, তিন ইউরোপয় দেশ আমেরিকার ভৃত্যে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, ইউরোপীয়রা ভাবছে তারা ইরানকে নতজানু করতে সক্ষম হবে।কিন্তু বাস্তবতা হচ্ছে, তাদের মনিব আমেরিকাই যেখানে ইরানের কোনে ক্ষতি করতে পারনি সেখানে ইউরোপীয় দেশগুলোর এ ধরনের হুমকি হাস্যকর। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com