ইসরাইলি সেনাদের গুলিতেই নিহত হয়েছেন আবু আকলেহ

0

ইসরাইলের মিথ্যাচার প্রত্যাখ্যান করে জাতিসঙ্ঘ বলেছে, ইসরাইলি সেনাদের গুলিতেই নিহত হয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ।

শুক্রবার জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি একথা বলেছেন।

তিনি আরো বলেন, যেসব গুলিতে সাংবাদিক শিরিন আকলেহ নিহত হয়েছেন এবং তার সহকর্মী আলী সামৌদি আহত হয়েছেন সেগুলো ইসরাইলি সেনাদের কাছ থেকেই এসেছে। সশস্ত্র ফিলিস্তিনিদের গুলিতে তার মৃত্যু হয়নি।

গত ১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে হামলা চালায় দখলদার ইসরাইলি সেনারা। সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ছিলেন ৫১ বছর বয়সী সাংবাদিক শিরিন আবু আকলেহ। এ সময় ইসরাইলি এক সেনা তার মাথায় গুলি করলে তিনি প্রাণ হারান। আহত হন তার এক সহকর্মী।

এর পরপরই ইসরাইল মিথ্যাচার শুরু করে। তারা বলতে থাকে, ফিলিস্তিনিদের সাথে ইসরাইলি সেনাদের সংঘর্ষের মধ্যে ক্রসফায়ারে পড়ে শিরিন আবু আকলেহ নিহত হন এবং তার গায়ে ফিলিস্তিনিদের ছোড়া গুলিও লেগে থাকতে পারে। কিন্তু আল-জাজিরা শুরু থকে বলে আসছে, শিরিনকে ঠাণ্ডা মাথায় পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে ইসরাইলি সেনারা, সেখানে ফিলিস্তিনিদের সাথে তাদের কোনো সংঘর্ষের ঘটনাই ঘটেনি।

আল-জাজিরা হত্যাকাণ্ডের একটি ভিডিও সম্প্রচার করেছে যেখানে দেখা গেছে, শিরিনকে হত্যা করার আগে ঘটনাস্থলে কোনো গুলির শব্দ শোনা যায়নি বরং শিরিন ও তার নিউজ টিমের সদস্যরা একটি রিপোর্ট রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন।

এছাড়া প্রত্যক্ষদর্শীরাও বলেছেন, ঘটনার সময় ফিলিস্তিনিদের সাথে ইসরাইলি সেনাদের কোনো সংঘর্ষ হয়নি। ফলে সংঘর্ষের মধ্যে ক্রসফায়ারে পড়ার প্রশ্নই আসে না। কোনো ধরনের সংঘর্ষ বা উসকানি ছাড়াই ইসরাইলি সেনারা শিরিনের মাথায় গুলি করে। শিরিন আবু আকলেহসহ তার সহকর্মীদের শরীরে এ সময় প্রেস ভেস্ট লাগানো ছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com