পাকিস্তানে পরবর্তী সরকার গঠন করবে পিপিপি, এমনটাই দাবি করেছেন জারদারি

0

পাকিস্তানে পরবর্তী সরকার গঠন করবে পাকিস্তান পিপলস পার্টি। দলটির সহ-সভাপতি আসিফ আলি জারদারি শনিবার এমনটাই দাবি করেছেন। এবং সরকার গঠনের পর তারা দেশের চিত্র পুরো পাল্টে দিবেন বলেও অঙ্গীকার করেন।

বিলাওয়াল ভবনে দলীয় নেতাদের সাথে এক বৈঠকে সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমরা পরেরবার একাই সরকার গঠন করব। সেবার সুযোগ পেলে দেশকে ১১০ ডিগ্রি ঘুরিয়ে দেবো।’

জারদারি বলেন, পাঞ্জাবে দলীয় নেতাদের তিনি যুক্ত করবেন এবং পরবর্তী নির্বাচনের জন্য তাদের সাথে কাজ করবেন।

তিনি বলেন, গিলগিত-বালতিস্তান এবং পাঞ্জাবে পিপিপি’র রাজনীতির অবসান হয়েছে, এমন দাবি অমূলক।

জারদারি বলেন, ‘দেশকে বাঁচানোর জন্য পিপিপি তার রাজনৈতিক অবস্থান দুর্বল করেছে।’

তিনি আরো বলেন, ‘তারা আমাদের কথা শোনে না। শুধুমাত্র যখন প্রয়োজন হয় তখনই ডাকে।’

কাদের উদ্দেশ্য করে এ কথা বললেন, এটা জানাননি জারদারি।

সিন্ধু প্রদেশে বর্তমানে ক্ষমতায় আছে পিপিপি। সেখানে গত তিনটি সাধারণ নির্বাচন থেকে সরকার গঠন করছে দলটি। এই প্রদেশটি বর্তমান সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com