গণতন্ত্রকামী মানুষ ভাত নয় ভোটের অধিকার চায় — ড. আব্দুল মঈন খান
জনগণের ভোট যারা চুরি করে তারা দেশের কল্যাণ ও ভালো চায় না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে যদি আপনারা দুটি অপশন দেন। একটি হচ্ছে- ভোট অন্যটি ভাত। তাদের প্রশ্ন করুন, দুটি অধিকার একসঙ্গে দিতে পারবে না, যেকোনো একটি নিতে হবে। মানুষ তখন বলবে, আমরা ভোটের অধিকার চাই। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ ভাত নয় ভোটের অধিকার চায়।’
শনিবার, জানুয়ারি১৮, ২০২০, জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) আয়োজিত জিনাফের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ভোটাধিকার হরণের ষড়যন্ত্রমূলক ইভিএম বাতিল ও খালেদা জিয়ার মুক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল আর আওয়ামী লীগ একটি একনায়কতন্ত্র দল। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, স্বাধীনতা নেই। যে দেশে নির্বাচন সুষ্ঠু হয় না, সে দেশে কোনো স্বাধীনতা থাকতে পারে না।’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষ স্বাধীনতা ভোগ করতে পারবে না, তাহলে কী কারণে আমরা স্বাধীনতার ৫০ বছর উদযাপন করব? আজকে আমাদের একটাই চাওয়া, বাংলাদেশের মানুষকে গণতন্ত্র দিতে হবে। গণতন্ত্র দিতে হলে, গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো- সুষ্ঠু ভোট। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে হবে। অন্যথায় বাংলার স্বাধীনতাকামী মানুষ কখনও ক্ষমা করবে না।’
আয়োজক সংগঠনের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এ জামানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ইউনুস, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ