ফ্যাসিবাদ ও তাদের দোসরদের মানসিক নির্যাতনের কারণেই কোকোর অকাল মৃত্যু হয়েছে: রিজভী

0

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদ ও তাদের দোসরদের মানসিক নির্যাতনের কারণেই আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “গুলশানের কার্যালয়ে বালির ট্রাক ও কাঠের ট্রাক দিয়ে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছিল শেখ হাসিনার বাহিনী। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার ওপর ভয়ংকর গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়েছিল। ওই সময় আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় চিকিৎসাধীন ছিলেন। মায়ের এই অবস্থা দেখে তিনি সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেছেন।”

তিনি আরও বলেন, “তখন আরাফাত রহমান কোকোর লাশ দেশে এলে খালেদা জিয়াকে সান্ত্বনা দেওয়ার কোনও সুযোগ ছিল না। দেশের এক খ্যাতিমান বিজ্ঞানী বেগম জিয়াকে সান্ত্বনা দিতে গেলে বের হয়ে জানতে পারেন, তার বিরুদ্ধে পাঁচটি মামলা দেওয়া হয়েছে।”

রিজভী অভিযোগ করে বলেন, “একটি রাজনৈতিক দল ভোটারদের নিজেদের দলে কাজ করানোর জন্য বিকাশে টাকা দিচ্ছে।”

তারেক রহমান নির্বাচনি সব আইনকানুন মেনেই প্রচারণা চালাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, “যারা অহেতুক বিএনপির বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছেন, তাদের মনে রাখা উচিত—এতে কোনও লাভ হবে না।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী, যুবলীগ, ছাত্রলীগসহ নানা বাহিনী সশস্ত্র অবস্থায় ছিল। কেউ ছিল হেলমেট বাহিনী। তাদের দ্বারা অত্যাচারের নানা রূপ আমরা দেখেছি—আয়না ঘর থেকে শুরু করে রিমান্ডে নির্যাতন পর্যন্ত। এত কিছুর পরও গণতন্ত্রমনা মানুষ যখন রাজপথে নেমেছে, তখন শেখ হাসিনা টিকতে পারেননি। তাই ৫ আগস্ট তাকে পালিয়ে যেতে হয়েছে। এটাই আল্লাহর বিচার।”

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.