পর্যাপ্ত খেলার মাঠ ও বিনোদনের সুযোগ না থাকায় তরুণরা বিপথগামী হচ্ছে: মির্জা আব্বাস

0

পর্যাপ্ত খেলার মাঠ ও বিনোদনের সুযোগ না থাকায় দেশের তরুণ সমাজ বিপথগামী হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস।

তিনি বলেন, মাঠের অভাবে তরুণরা আজ মাদক এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আশঙ্কাজনকভাবে আসক্ত হয়ে পড়ছে। যা একটি সুস্থ ও সবল জাতির জন্য বড় হুমকি।

শুক্রবার বিকালে রাজধানীর আরামবাগ বালুর মাঠে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচনি প্রতিশ্রুতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, আমি কোনো সস্তা প্রতিশ্রুতি দিতে চাই না। নির্বাচনের সময় অনেকেই বড় বড় কথা বলেন। তবে আমি এই এলাকার সন্তান হিসেবে তরুণদের মেধা বিকাশের পরিবেশ ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করছি। বিগত সরকার আমার তৈরি করা মাঠগুলো দখল করে নিয়েছিল। আমি নির্বাচিত হলে সেই মাঠগুলো পুনরুদ্ধার করে তরুণদের কাছে ফিরিয়ে দেব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.