সাকিব দলে থাকলেই তরুণরা অনুপ্রাণিত হয়: ইমরুল
জাতীয় দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে। কিন্তু জাতীয় দলের বাইরে রয়েছেন এক সময়ের ওপেনার ইমরুল কায়েস। বাংলাদেশ টাইগার্সের হয়ে মিরপুরে অনুশীলন করে যাচ্ছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে বাংলাদেশ দল নিয়ে অনেক কথা বলেছেন ইমরুল। তবে, তার কথায় যেটা সবচেয়ে বেশি উঠে এসেছে সেটা হলো, অধিনায়ক সাকিব আল হাসানের উপস্থিতি।
ইমরুলের মতে, সাকিব আল হাসানের উপস্থিতি দলের জন্য বাড়তি অনুপ্রেরণা। তার উপস্থিতিতে দলের সবাই উজ্জীবিত হয়।
আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপে সাকিব আল হাসানের উপস্থিতি সম্পর্কে ইমরুল কায়েস বলেন, ‘সাকিব আল হাসানকে আমার থেকে ভালো আপনারা চেনেন, যে সাকিব আল হাসান কেমন খেলোয়াড়। সে কেমন ধরনের অধিনায়ক।’
সাকিবকে প্রো-অ্যাকটিভ অধিনায়ক চিহ্নিত করে ইমরুল বলেন, ‘আমি সব সময় বলি ও মাঠে অনেক প্রো এক্টিভ ক্যাপ্টেন এবং ও যদি মাঠে থাকে অন্যান্য যারা তরুণ খেলোয়াড় থাকে ওদের জন্য আরও বেশি অনুপ্রেরণা হয় এবং সাকিবকে যদি আমরা সব সময় মাঠে পাই, আমি অবশ্যই বলব বাংলাদেশ দলের জন্য এটা অনেক ভালো একটা দিক এবং ভালো হবে। আমি আশা করি এই সিরিজ থেকে সেটা শুরু হবে।’