টস জিতে ব্যাঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালো রাজস্থান
আইপিএলের পর্দা নামার অপেক্ষায় এবার। আর মাত্র দুটি ম্যাচ। এরপরই শেষ হবে স্মরণকালের সবচেয়ে বড় আইপিএল। প্রায় দুই মাস ধরে অনুষ্ঠিত হচ্ছে এবারের আইপিএল। প্রথম কোয়ালিফায়ার জিতে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আইপিএলে নবাগত গুজরাট টাইটান্স।
আজ নিশ্চিত হবে ফাইনালের দ্বিতীয় দল। ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি রাজস্থান রয়্যালস এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে রাজস্থান রয়্যালস।
প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে গুজরাট টাইটান্স। এলিমিনেটরে আরেক নতুন দল লখনৌ সুপার জায়ান্টসকে শ্বাসরূদ্ধকর ম্যাচে হারিয়ে কোয়ালিফায়ার-২ নিশ্চিত করে ব্যাঙ্গালুরু। রজত পাতিদার অসাধারণ এক সেঞ্চুরি করেন।
আজ ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান বিরাট কোহলি। ৮ বলে কেবল ৭ রান করেন তিনি। ১টি ছক্কার মার মেরেই আউট হয়ে যান কোহলি।
এ রিপোর্ট লেখার সময় ব্যাঙ্গালুরুর রান ৮ ওভারে ১ উইকেট হারিয়ে সংগ্রহ ৫৮। ২২ রান নিয়ে ফ্যাফ ডু প্লেসি এবং রজত পাতিদর ব্যাট করছেন ২০ রান নিয়ে।