বৃষ্টির পানির ঢেউয়ে ঢাকা শহর ভেসে যায় — ইশরাক হোসেন

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘এই সরকারের আমলে আমাদের প্রাণপ্রিয় ঢাকা নগরীকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তারা দেখাচ্ছেন অনেক উন্নয়ন হয়েছে। অথচ আমরা দেখছি বৃষ্টি এলে উন্নয়নের জোয়ারে ঢাকার রাস্তাঘাট ভেসে যায়।’
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২০, সকালে প্রচারণার অষ্টম দিনে নগরীর কদমতলী এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এসময় ইশরাক হোসেন বলেন, ‘গত ৯ বছর এই সরকারের অধীনে দুই সিটি করপোরেশন পরিচালিত হয়েছে। এই সময়ে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। আমি এখানে আসার সময়ও দেখেছি এই এলাকায় একটি বড় নর্দমা রয়েছে। নর্দমাগুলো ময়লা আর আবর্জনায় ভরে গেছে। তার সঙ্গেই ঘনবসতি। এই যে দূষিত পরিবেশ, তার সঙ্গে মানুষের বসবাস। আপনারা জানেন, বিশ্বের সবচেয়ে দূষিত ও বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা এক নম্বরে রয়েছে। মাস দুয়েক আগে নারী ও শিশুদের জন্য বসবাসের অযোগ্য শহরের তালিকা করা হয়। সেখানেও ঢাকার অবস্থান এক নম্বরে হয়েছে।’

সরকারের সমালোচনা করে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, ‘আপনারা একটু চিন্তা করে দেখেন, গত ১৩ বছরে এমন কোনও অপকর্ম নেই যেটা এই সরকার করেনি। শেয়ার মার্কেট লুট, বাংলাদেশ ব্যাংক লুট, রিজার্ভ থেকে সোনা লুট, সরকারি ব্যাংক লুট, ধর্ষণ, ভোটের অধিকার হরণ ও জনগণের অধিকারহরণসহ সবকিছুই তারা করেছে।’

ইশরাক হোসেন বলেন, ‘সরকার পদ্মা সেতুর একটা স্প্যান বসায়, আবার সেটাকে উদ্বোধন করে। এই ব্রিজ কবে খুলবে, কবে আমরা ব্যবহার করতে পারবো, আমরা কেউই জানি না। আজ এক টাকার জিনিস ২০ টাকা হচ্ছে। জনগণের টাকা অপচয় করা হচ্ছে। ঢাকা যানজটে জর্জরিত নগরীতে পরিণত হয়েছে। অথচ তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেবো। খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করবো। বাংলাদেশকে আবারও স্বাধীন করবো। আগামী ৩০ তারিখ আপনারা ভোটকেন্দ্রে যাবেন। কোনও বাধা-বিপত্তি মানবেন না। বিএনপি যে আন্দোলনের সূচনা করেছে ৩০ তারিখে ভোট দিয়ে সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন।

#DSCCPolls2020 #ডিএসসিসি২০২০
#VoteForIshraque #ইশরাককেভোটদিন
#VoteDhanersheesh #ধানেরশীষেভোটদিন

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com