বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় কমনওয়েলথ

0

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় কমনওয়েলথ। সে জন্য তারা চাহিদা অনুযায়ী সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) নির্বাচন ব্যবস্থা সংস্কারবিষয়ক কমিশনের সঙ্গে নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান সংস্থাটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল লুইস জি ফ্রানচেস্কি।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, কমনওয়েলথ ডেলিগেশন আলাপ করতে এসেছেন। তারা আমাদের সহায়তা করতে আগ্রহী। আমাদের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে জানকে আগ্রহী। তাদের সঙ্গে অনেক কিছু নিয়ে মতামত আদান প্রদান হয়েছে। তারা চাচ্ছেন আমাদের দেশে একটা সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সহায়তা করতে চান তারা।

তিনি বলেন, আমরা যতি চাই তারা সহায়তা করবেন। কোনো প্রেসক্রিপশন নিয়ে তারা আসেননি। কোনো কিছু চাপিয়ে দেওয়ার জন্য আসেননি।

কমনওয়েলথের ডেলিগেশন এর আগে এসে লেজিটিমাইজ করেছে, এই বিষয়ে অধ্যাপক লুই ফ্রানচেস্কি বলেন, আমরা সর্বদা কোনো দেশে আসি শিখতে, শুনতে, এবং সংশ্লিষ্ট দেশের চাহিদা মোতাবেক সহায়তা করে থাকি। আমরা রিকমেন্ডেশন করি এবং তা বাস্তবায়নে সহায়তা করি। আমাদের ভালো আলোচনা হয়েছে কমিশনের সঙ্গে। আমাদের একটি চমৎকার দল এখানে এসেছে রিফর্মের জন্য। রিফর্ম বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে একটি সফল গল্প কমনওয়েলথের জন্য।

তিনি বলেন, ২.৭ বিলিয়ন মানুষ রয়েছে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশে, যাদের ৬০ শতাংশ হচ্ছে ৩০ বছর বয়সের মধ্যে। তারা সর্বদা অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমি মনে করি এটা একটা শিক্ষা হতে পারে। আমরা অন্য দেশ থেকে অভিজ্ঞতা নিয়ে সহায়তা করতে পারি এবং বাংলাদেশও অন্য দেশেকে একইভাবে সহায়তা করতে পারে। আমি মনে করি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনই হচ্ছে লক্ষ্য, যেখানে জনগণের মতামতের প্রতিফলন হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com