বার্সায় মেসির ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন বাবা

0

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে স্বচ্ছন্দে ছিলেন না লিওনেল মেসি।  নিজের ছায়া থেকে বের হতে পারেননি অনেক দিন।

সমর্থকরা এখনও হতাশ হয়ে বলেন, বার্সার মেসিকে প্যারিসের দলটির ৩০ নম্বর জার্সিতে খুঁজে পাচ্ছেন না তারা।

এরই মধ্যে গুঞ্জন উঠেছে আবারও বার্সেলোনায় ফিরতে পারেন মেসি।  তবে ২০২৩ সালের আগে বার্সায় ফিরবেন না মেসি, এটি নিশ্চিত। কারণ এ সময় পর্যন্ত সেখানে চুক্তিবদ্ধ তিনি।

এর পর কি বার্সায় ফিরবেন আর্জেন্টাইন তারকা? এ প্রশ্নের মাঝেই আরেক গুঞ্জন, হয়তো জাভির মতো কোচ কিংবা অন্য কোনো দায়িত্ব নিয়ে তিনি ফিরবেন ন্যু ক্যাম্পে।

এমন সব গুঞ্জনের মধ্যে এবার মুখ খুললেন মেসির বাবা হোর্হে মেসি।  তিনি মন্তব্য করলেন, অবশ্যই একদিন মেসি বার্সায় ফিরবে।

রোববার বার্সেলোনা এয়ারপোর্টে হোর্হে মেসিকে পেয়ে সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন, মেসির কী আর কখনও বার্সায় ফেরার সম্ভাবনা আছে?

গাড়িতে উঠতে উঠতে হোর্হে মেসি জবাব দেন, ‘আশাকরি একদিন (দেখা যাবে)।’

তবে পিএসজিতে মেসি নিজেকে বেশ মানিয়ে নিয়েছেন বলে জানালেন তিনি।  মেসির বাবা বললেন, পিএসজিতে সে (মেসি) সুখেই আছে। ২০২৩ সালের পরও চুক্তি বাড়ানোর সম্ভাবনা আছে তার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com