প্যানডোরা পেপার্সে নাম আসা ব্যক্তিদের পরিচয় অজানা থেকে যাচ্ছে: খসরু
প্যানডোরা পেপার্সে নাম আসা ব্যক্তিদের প্রকৃত পরিচয় অজানা থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, প্রতি বছর দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। কিন্তু এদের নাম কখনই ওইভাবে প্রকাশ হয় না। গতকাল (বুধবার) প্রকাশিত প্যানডোরা পেপার্সে তিন বাংলাদেশি প্রভাবশালীর নাম এসেছে। এদের প্রকৃত পরিচয় বাংলাদেশের মানুষের কাছেও অজানা।
বৃহস্পতিবার (৫ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, সরকারি দলের লোকজন কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে। এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষের জানার বিষয়। এরা কারা? কোথায় যাচ্ছে? কোথায় এ টাকা বিনিয়োগ করেছে? এ প্রশ্ন দেশের প্রতিটি মানুষের।
তিনি বলেন, পাচার হওয়া এসব টাকার বড় অংশ হচ্ছে দুর্নীতির। আর ছোট্ট একটি অংশ যারা বাংলাদেশে ব্যবসা করে তাদের। এখানে লুটপাটের কারণে ব্যবসা করার সুযোগ নেই, এজন্য তারা টাকা নিয়ে যাচ্ছেন।