চ্যালেঞ্জ নিতে মুখিয়ে ম্যানইউর নতুন কোচ টেন হাগ

0

আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা। বৃহস্পতিবার এলো সেই ঘোষণা। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ম্যানইউ জানালো, ওল্ড ট্র্যাফোর্ডে আসছেন এরিক টেন হাগ। ৫২ বছর বয়সী এই ডাচ কোচের সঙ্গে ২০২৫’র জুন পর্যন্ত চুক্তি করেছে রেড ডেভিলরা। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নেয়ার অপশনও রাখা হয়েছে।

ম্যানইউর ফুটবল ডিরেক্টর জন মুরটাফ বলেন, ‘আয়াক্সে গত ৪ বছরে এরিক নিজেকে ইউরোপের অন্যতম সফল ও চমৎকার কোচ হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। আকর্ষণীয়, আক্রমণাত্মক ফুটবল এবং তরুণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কোচ হিসেবে সুপরিচিত তিনি। এরিকের সঙ্গে আলাপচারিতায় ম্যানইউকে শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুনে আমরা মুগ্ধ হয়েছি। আমরা এরিককে শুভকামনা জানাই।’
আয়াক্সের হয়ে চলতি মৌসুম শেষ করার পরেই ম্যানইউতে যোগ দেবেন এরিক টেন হাগ।

২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে এরিকের অধীনে তৃতীয় লীগ শিরোপা জয়ের পথে রয়েছে আয়াক্স।
ম্যানইউকে দেয়া এক ইন্টারভিউয়ে এরিক টেন হাগ বলেন, ‘ম্যানইউর কোচ হওয়া বিশেষ সম্মানের ব্যাপার। চ্যালেঞ্জ নিতে আমি সত্যিই মুখিয়ে আছি।

আমি এই ক্লাবের সমৃদ্ধ ইতিহাস এবং তাদের সমর্থকদের প্যাশন সম্পকে জানি। তাদের যে অবস্থানে থাকা প্রাপ্য সেখানে নিয়ে যাওয়ার মতো একটা দল তৈরি করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’

আয়াক্সের সঙ্গে ২০১৭ সাল থেকে আছেন এরিক টেন হাগ। তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে খারাপ লাগছে তার। এরিক বলেন, ‘কতগুলো অসাধারণ বছর পার করার পর আয়াক্স ছাড়াটা আমার জন্য কঠিন হবে। আমি ভক্তদের এই নিশ্চিয়তা দিচ্ছি যে ম্যানইউতে যাওয়ার আগে আমি আমার প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবো। যাতে চলতি মৌসুমে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি।’

ওলে গানার সুলশার চাকুরিচ্যুত হওয়ার পর ২রা ডিসেম্বর থেকে ম্যানইউর কোচের দায়িত্ব পালন করে আসছেন রালফ রাংনিক। আপাতত অন্তর্বর্তীকালীন কোচ রাংনিকের অধীনেই খেলা চালিয়ে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com