তিন মাসে সড়কে প্রাণ গেল ১৬০১ জনের

0

সড়কে মৃত্যুর মিছিল বন্ধই হচ্ছে ন। চলতি বছরের প্রথম তিন মাসে সারাদেশে ৯শ’টিরও বেশি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন এক হাজার ৬০১ জন।

রোড সেফটি ফাউন্ডেশনের একটি সূত্র এ তথ্য জানায়। তাদের জরিপে সড়ক দুর্ঘটনার এমন চিত্র উঠে আসে বলে জানানো হয়।

জানা যায়, চলতি বছরের প্রথম দুই মাসেই সড়কে প্রাণ হারান এক হাজার ১২ জন এবং আহত হয়েছেন এক হাজার ১৪৬ জন। আর গেল মার্চ মাসে সড়কে প্রাণ গেছে ৫৮৯ জনের।

চলতি মাসে (এপ্রিল) এ কয়দিনের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সংস্থাটির জরিপ বলছে, সারাদেশে চলতি মাসের রবিবার (৩ এপ্রিল) দুপুর পর্যন্ত তিনদিনে সড়কে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জনের মতো মানুষ।

এরমধ্যে রাজধানীতে শনিবার (২ এপ্রিল) বাসের ধাক্কায় বাইসাইকেলচালক, সবুজবাগের বরইতলা এলাকায় গাড়ির ধাক্কায় ১ নারী, কামরুন্নেসা গভমেন্ট হাইস্কুলের চতুর্থ শ্রেণির ১ শিক্ষার্থী মালঞ্চ বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১ এপ্রিল) কাভার্ডভ্যানের ধাক্কায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মীম নিহত হন। এছাড়া, মাগুরায় ২ জন, ফুলছড়িতে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, সড়ক দুর্ঘটনায় গত দুমাসে প্রতিদিন গড়ে ১৭ দশমিক ১৫ জন নিহত হয়েছেন। জানুয়ারিতে ৪৩১টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৫৪৩ জন। ফেব্রুয়ারিতে ৪১৭টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৬৯ জন। এ হিসাবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে দুর্ঘটনা বেড়েছে ৭ দশমিক ১২ শতাংশ এবং প্রাণহানি কমেছে ৪ দশমিক ৩৪ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, গেল মার্চ মাসে ৫৮৯ জন মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন। তবে কোথায় এ সড়ক দুর্ঘটনা বেশি ঘটছে সে বিষয়টি নিশ্চিত করেনি রোড সেফটি। এ বিষয়ে তারা আগামীকাল গণমাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন বলে জানা গেছে।

এ বিষয়ে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, এসব দুর্ঘটনার কারণ ও বিষয়বস্তু আগামীকাল গণমাধ্যমে জানানো হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com