‘সরকারি দপ্তরগুলো দুদকের সুপারিশের তোয়াক্কা করে না’
সরকারি দপ্তরগুলো দুদকের দেয়া সুপারিশের কোন তোয়াক্কা করছেনা বলে অভিযোগ করেছেন সংস্থাটির চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহ। তিনি বলেন, প্রত্যাশা অনুযায়ী সুপারিশ বাস্তবায়ন করা হয় না। আমরা প্রতি বছরই সুপারিশ দিয়ে থাকি তবে তারা এই বিষয়ে উদাসীন।
সোমবার (২১ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান আরও বলেন, আমাদের কাজ আমরা চালিয়ে যাব। সুপারিশ বাস্তবায়নের কাজ স্ব স্ব প্রতিষ্ঠানের। এটা তারা করছে কী না, তা মনিটরিং করা আমাদের এখতিয়ারে নেই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ করেছি, এ সুপারিশগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিশ্চিত করতে তারা যেন কাঠামো তৈরি করে দেয়। কারণ মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিটি মন্ত্রণালয়ের সমন্বয়ক হিসেবে কাজ করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (তদন্ত) জহিরুল হক, কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান, মহাপরিচালক সাঈদ মাহবুব খান, মহাপরিচালক এ কে এম সোহেল, পরিচালক মীর জয়নুল আবেদন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ।