নাগরিকত্ব বিরোধী বিক্ষোভে তথাকথিত ১৫ বাংলাদেশী!

0

নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ নিয়ে তদন্ত করছে ভারতের স্পেশাল ইনভেস্টিগেটিং টিম (এসআইটি)। অনলাইন টাইমস অব ইন্ডিয়া খবর দিয়েছে, তাতে দেখা গেছে, গত ২০শে ডিসেম্বরে সীমাপুরিতে যে বিক্ষোভ, সংঘর্ষ হয়েছিল তাতে জড়িত তথাকথিত কিছু বাংলাদেশী। তাদের সংখ্যা কমপক্ষে ১৫। সূত্রের উদ্ধৃতি দিয়ে রিপোর্টে বলা হয়েছে, এসব মানুষ সীমাপুরি শহরের জে জে কলোনিতে অবৈধভাবে বসবাস করেন। এর আগে সিঁদ কেটে চুরির অভিযোগে বেশ কয়েকজন তথাকথিত বাংলাদেশীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ সূত্র বলেছে, সীমাপুরিতে বিক্ষোভে জড়িত থাকা ব্যক্তিদের সনাক্ত করা হয়েছে এবং শিগগিরই তাদেরকে গ্রেপ্তার করা হবে। এসআইটি এখন তদন্ত করবে যে, তাদেরকে কে তহবিল দিয়েছে। এসআইটির সন্দেহ, এক্ষেত্রে বিদেশী হাত থাকতে পারে।

এ জন্য এসআইটির একটি দল বিক্ষোভকালে আটক ব্যক্তিদের তিহার জেলে জিজ্ঞাসাবাদ করবে।

রিপোর্টে বলা হয়, সীমাপুরি বিক্ষোভের সময় দিল্লি-গাজিয়াবাদ সীমান্তে একটি গ্রুপ অকস্মাৎ সহিংস হয়ে ওঠে এবং যানবাহনে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ পরিস্থিতিতে হস্তক্ষেপের চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীরা তাদের ওপর চড়াও হয়। ইটপাটকেল ও ভাঙা বোতল নিক্ষেপ করে। সব বিক্ষোভকারীর মধ্যে একটি অভিন্ন যোগাযোগ আছে কিনা সে বিষয়ে তদন্ত করছে এসআইটি। সীলামপুর এবং দয়াগঞ্জে বিপুল মানুষের সমাবেশ কিভাবে করা হয়েছে তারও উৎস খোঁজার চেষ্টা করছে তারা। বিশেষ করে হোয়াটসঅ্যাপে কিছু গ্রুপ যুবকদেরকে মাঠে নামতে উদ্বুদ্ধ করেছিল। তাদেরকে সনাক্ত করা হচ্ছে। এতে দেখা গেছে, মুষ্টিমেয় কিছু মানুষ এই বিক্ষোভ, সহিংসতার মূল হোতা। সিলামপুর, সীমাপুরি এবং দয়াগঞ্জে একই ব্যক্তিরা সহিংসতা উস্কে দিয়েছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে।  

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com