এবার বরিস জনসনকে ব্রিটেনের সার্কাসের ‘ভাঁড়’ বললেন ম্যাক্রোঁ!

0

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ‘ভাঁড়’ বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্ট ব্যক্তিগত এক আলাপচারিতায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি এই মন্তব্য করেন বলে বুধবার ফরাসি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

ফরাসি সাপ্তাহিক রম্য ম্যাগাজিন লে কানাড এনচেইনে প্রকাশিত খবরে বলা হয়, দুই ইউরোপীয় দেশের মধ্যে অভিবাসী নিয়ে চলা সংকটের মধ্যেই ইমানুয়েল ম্যাক্রোঁ ব্যক্তিগত এক আলাপচারিতায় জনসনকে ব্রিটিশ সার্কাসের প্রধান ভাঁড় হিসেবে উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, ব্রেক্সিটের ফলে সৃষ্ট সংকটে বরিস জনসন প্যারিসকে ‘বলির পাঁঠা’ বানানোর চেষ্টা করছেন।

ওই খবরে জানানো হয়, ওই আলাপচারিতায় ম্যাক্রোঁ বলেন, ‘আমাদের মধ্যে প্রচুর আলোচনা হয়েছে। কিন্তু তিনি আমাকে আগে পরে সর্বদাই আঘাত করেন যা তার অশোভন পন্থা। সবসময়ই এই সার্কাস চলে আসছে।’

তিনি বলেন, ‘এটি দুঃখজনক যে বড় একটি দেশ যার সাথে আমরা বিপুল কিছু করতে পারি, এক ভাঁড়ের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।’

গত ২৪ নভেম্বর ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে যাওয়ার সময় নৌকাডুবিতে নারী ও শিশুসহ ২৭ অভিবাসীর মৃত্যু হয়েছে।

সাম্প্রতিক সময়ে এটিই ইংলিশ চ্যানেলে বৃহত্তম কোনো দুর্ঘটনা।

এই ঘটনার জন্য ফ্রান্স ও ব্রিটেনের সংবাদমাধ্যমে একে অপরকে দোষারোপ করা হচ্ছে।

সূত্র : ইয়েনি শাফাক

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com