ঢাকেশ্বরী মন্দিরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রার্থনা সভায় বিএনপির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী,কেন্দ্রীয় নেতা সুকোমল বড়ুয়া, গৌতম চক্রবর্তী, অর্পনা রায় চৌধুরী, নিপুন রায় চৌধুরী, জয়ন্ত কুমার কুন্ড, পার্থদেব মন্ডল, মশিউর রহমান রনি প্রমুখ।