গাজায় যুদ্ধবিরতি হলে ৩৪ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস

0

গাজায় যুদ্ধবিরতি হলে ৩৪ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এই মুক্তির বিষয়ে সম্মত হয়েছে স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীটি।

সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

হামাস বলেছে, তারা ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩৪ বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত। বার্তাসংস্থা রয়টার্স এবং এএফপি ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী গোষ্ঠীর একজন কর্মকর্তার বরাত দিয়ে একথা জানিয়েছে।

প্রাথমিক এই বন্দি বিনিময় প্রক্রিয়ার মধ্যে গাজায় আটক থাকা সব নারী, শিশু, বয়স্ক মানুষ এবং অসুস্থ বন্দিদের মুক্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

অন্যদিকে রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক একজন হামাস কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি নির্ভর করবে ইসরাইলের স্থায়ী

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার এবং গাজা থেকে তাদের সেনাবাহিনীর প্রত্যাহারের ওপর।

অবশ্য রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, হামাস এখনও সম্ভাব্য মুক্তির জন্য বন্দিদের তালিকা দেয়নি।

রয়টার্স বলছে, কাতারে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আলোচনা চলাকালীন এই প্রতিবেদনগুলো সামনে এসেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় হামাস। এতে ১২০০ মানুষ নিহত হন আর ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধরা। সেদিন থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আর আহত হয়েছেন ১ লাখ ৯ হাজারের বেশি মানুষ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com