সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, দেশকে রক্ষা করতে হবে: আব্দুস সালাম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আবদুস সালাম বলেছেন, দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে।
সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে টিএমএসএস মহিলা মার্কেটের হল রুমে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এখনো গণতন্ত্র ফিরে আসেনি। তাই সবাইকে ভোটের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে। ভোটের জন্যই রক্ত দিয়েছি, ঠিকমতো ভোট দিলে শেখ হাসিনাকে পালাতে হতো না। যদি ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতো, তাহলে দেশের অবস্থা এমন হতো না। ভোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি। দেশের মানুষ বাকশালের বিরুদ্ধে লড়াই করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা হয়েছে। এই দেশের মালিক আমরা- শেখ হাসিনা নয়, ভারতও নয়।
তিনি আরও বলেন, এদেশের মানুষ আর ফেলানী হতে চায় না। পরাধীন ও আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করতে চায় না। সেটা শিখিয়েছে বিএনপি। বাংলাদেশের রাজনীতি দুটি ভাগে বিভক্ত একটি আধিপত্যবাদী শক্তি আর অন্যটি জাতীয়তাবাদী শক্তি। এর মাঝামাঝি কিছু নেই।
প্রধান অতিথি মোহাম্মাদ আবদুস সালাম বলেন, দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই। খালেদা জিয়া ও তারেক রহমান ঐক্যে বিশ্বাস করেন, তারা সবাইকে নিয়ে কাজ করতে চান। আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা ষড়যন্ত্র মোকাবিলার মধ্য দিয়ে মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দেই।