সত্যিকার অর্থেই মার্কিন কংগ্রেসের প্রকৃত মালিক ছিল ইসরাইল: ট্রাম্প

0

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সত্যিকার অর্থেই ইসরাইল ছিল মার্কিন কংগ্রেসের প্রকৃত মালিক। ইসরাইল গত এক দশকে সত্যিকার অর্থে মার্কিন কংগ্রেসের মালিক ছিল কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে।

সম্প্রতি মিডল ইস্ট মনিটরে প্রকাশিত বক্তব্যে তিনি এ কথা বলেছেন বলে পার্সটুডের খবরে বলা হয়েছে।

ট্রাম্প বলেন, কংগ্রেসে আমি এত বড় পরিবর্তন আর দেখিনি। কংগ্রেসের মালিক ছিল ইসরাইল। আপনি এ বিষয়টি উপলব্ধি করবেন। ১০ বছর আগে ১৫ বছর আগে কংগ্রেস ছিল ইসরাইলের নিয়ন্ত্রণে। তখন কংগ্রেসে ইসরাইলের প্রচুর শক্তি ছিল। কিন্তু আজ পরিস্থিতি প্রায় উল্টে গেছে।

ইলহাম ওমর ও আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কার্টজ এর মতো বর্তমান কংগ্রেস সদস্যদের নাম উল্লেখ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, এসব কংগ্রেস সদস্য ইসরাইলকে ঘৃণা করেন। তারা প্রচণ্ডভাবে ও পক্ষপাতদুষ্টভাবে ইসরাইলকে ঘৃণা করেন; তারাই এখন কংগ্রেসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছেন এবং সেখানে এখন আর ইসরাইলের কোনো প্রভাব নেই। আমি বলতে চাই, এটি একটি বিস্ময়কর ঘটনা। আমি এর আগে কখনও এমনটি দেখিনি।

এদিকে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ নিজের অফিসিয়াল টুইটার পেজে ওই খবরের লিঙ্ক তুলে ধরে লিখেছেন, এখনও মার্কিন কংগ্রেসের মালিক ইসরাইলই রয়ে গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com