অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে দাবানলের সতর্কতা

0

পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের রাজধানী পার্থের দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেখানকার ঘরবাড়ি ও জনজীবন হুমকির মুখে পড়েছে। ফলে জরুরি পরিষেবা বিভাগ পুরো রাজ্যজুড়ে দাবানলের সতর্কতা জারি করেছে। রোববার (১৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পশ্চিম অস্ট্রেলিয়ার জরুরি পরিষেবা বিভাগ নর্থহ্যাম শায়ারের মোকাইনের আশপাশের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছে, যদি সুযোগ থাকে এখনই নিরাপদ স্থানে চলে যান। অপেক্ষা বা পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করবেন না। কারণ শেষ মুহূর্তে মারাত্মক বিপদ হতে পারে। নর্থহ্যাম শায়ার পার্থ থেকে ৭১ কিলোমিটার পূর্বে অবস্থিত।

দাবানল অস্ট্রেলিয়ার পরিবেশের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। দেশটির উচ্চ তাপমাত্রা, শুষ্কতা ও দাহ্য প্রকৃতিই মূলত দাবানলের জন্য দায়ী।

সরকারি তথ্যানুযায়ী, ২০১৯-২০২০ সালের গ্রীষ্মে অস্ট্রেলিয়ায় নজিরবিহীন দাবানল দেখা যায়। ওই সময় দেশটির ১৭ লাখ হেক্টর জমি দাবানলে পুড়ে যায়। যা জার্মানির আয়তনের প্রায় অর্ধেক। সে সময় ৯ অগ্নিনির্বাপক কর্মীসহ ১৩ নাগরিক প্রাণ হারান।

অন্যদিকে দেশটির পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে এ সপ্তাহে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ফলে জরুরি পরিষেবা বিভাগ নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যের কিছু অংশে বন্যার সতর্কতা জারি করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com