‘চাপে নতো হবো না’: চীনের উদ্দেশে তাইওয়ানের প্রেসিডেন্ট

0

তাইওয়ান চীনের হাতে পড়লে ‘মারাত্মক পরিণতি’ হবে বলে সতর্ক করেছেন অঞ্চলটির প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন। মঙ্গলবার প্রকাশ হওয়া এক নিবন্ধে তিনি বলেছেন, হুমকির বিরুদ্ধে সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে তারা।

তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন হতে চাওয়া প্রদেশ মনে করে বেইজিং। তবে নিজেদের সার্বভৌম রাষ্ট্র দাবি করে তাইওয়ান। এক বছরেরও বেশি সময় ধরে তাইওয়ান অভিযোগ করে আসছে তাদের কাছাকাছি এলাকায় বিমান পাঠাচ্ছে চীন। সর্বশেষ ঘটনায় চীনের ৩৪টি জে-১৬ যুদ্ধবিমান এবং ১২টি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন এইচ-৬ বোমারু বিমান যুক্ত ছিলো। এছাড়া সোমবার রাতের দিকে আরও চারটি চীনা বিমান শনাক্ত করে তাইওয়ান। এনিয়ে এক দিনেই ৫৬টি চীনা বিমান প্রবেশ করে তাইওয়ানের এলাকায়।

মঙ্গলবার ফরেন পলিসি ম্যাগাজিনে লেখা এক নিবন্ধে তাসাই ইন-ওয়েন সতর্ক করে বলেন, তাইওয়ানকে রক্ষা করতে পারায় যেকোনও ব্যর্থতা দ্বীপটি এবং বিস্তৃত অঞ্চলের জন্য ‘বিপর্যয়কর’ হবে। তিনি বলেন, ‘তাদের জেনে রাখা উচিত যে যদি তাইওয়ানের পতন ঘটে, তাহলে আঞ্চলিক শান্তি এবং গণতান্ত্রিক জোট ব্যবস্থার পরিণতি হবে বিপর্যয়কর।’

চীনের সঙ্গে তাইওয়ান শান্তিপূর্ণ সহাবস্থান চায় জানিয়ে তাসাই ইন-ওয়েন বলেন, ‘কিন্তু এর গণতন্ত্র এবং জীবনযাত্রা যদি হুমকির মুখে পড়ে তাহলে তাইওয়ান নিজেকে রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করবে।’

সোমবার ৫৬টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা এলাকায় প্রবেশের পর বেইজিংকে ‘দায়িত্বজ্ঞানহীন উস্কানিমূলক কর্মকাণ্ড’ বন্ধের আহ্বান জানিয়েছে তাইপে। তাসাই ইন-ওয়েন লিখেছেন, ‘আন্তঃউপত্যকা অঞ্চলে আমাদের অবস্থানে পিউপিল’স লিবারেশন আর্মির (চীনের সেনাবাহিনী) প্রায় দৈনিক অনুপ্রবেশ অব্যাহত থাকলেও: তাইওয়ান চাপের কাছে নতো হবে না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com