তালেবানের সাথে আলোচনায় তুরস্ক

0

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রথমবারের মতো তালেবানের সাথে আলোচনায় বসেছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এ বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে গণমাধ্যম আল-জাজিরা।

তালেবানের সাথে আলোচনার বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, কাবুলে তুরস্ক প্রথমবারের মতো তালেবানের সাথে আলোচনায় বসেছে। এছাড়া আফগানিস্তানের কাবুল বিমানবন্দর পরিচালনার বিষয়ে তালেবানের প্রস্তাব নিয়ে ভাবছে তুরস্ক।

বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের তিনি আরো বলেছেন, তালেবানের সাথে প্রথমবারের এ আলোচনা তিন থেকে পাঁচ ঘণ্টা স্থায়ী ছিল। যদি প্রয়োজন পড়ে তাহলে আবারো আমরা তালেবানের সাথে আলোচনা করব।

রজব তাইয়েব এরদোগান বলেন, আফগানিস্তানের কাবুল বিমানবন্দর পরিচালনার বিষয়ে অনুরোধ করেছে তালেবান কর্তৃপক্ষ। তালেবান কর্তৃপক্ষ বলেছে যে তারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করবে আর আমরা তা পরিচালনা করব। কিন্তু, আমরা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। কারণ, এ দেশটিতে সব সময় মৃত্যু ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকি আছে।

সূত্র : আল-জাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com